প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৫
৬৩ জেলা ঘোরা শেষ, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ফুয়াদের
ভ্রমণপিপাসু ফুয়াদ হাসান হৃদয় দেশের ৬৩টি জেলা মোটরসাইকেলে ভ্রমণ করেছেন। কেবল ভোলা জেলাটিই দেখা হয়নি তার। কয়েক বছর আগে কেনা মোটরসাইকেলটিই ছিল তার ভ্রমণের অবিচ্ছেদ্য সঙ্গী। ভ্রমণে বের হলে বন্ধুদের সবসময় সাবধান করলেও শেষ পর্যন্ত সেই মোটরসাইকেলই কেড়ে নিল তার জীবন।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর উত্তরা এলাকায় দুর্ঘটনায় ফুয়াদ মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।ফুয়াদ ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শামসুল হক হলের আবাসিক। কৃষি অনুষদ থেকে স্নাতক শেষ করে কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন তিনি। তার বাড়ি নওগাঁ সদর উপজেলায়।বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, “ভ্রমণ ছিল ফুয়াদের নেশা। ৬৩ জেলা ঘুরেও ভোলা যাওয়া হয়নি। হয়তো মোটরসাইকেলই তার জীবনের শেষ গন্তব্য হয়ে দাঁড়াল।”
তার আকস্মিক মৃত্যুতে বাকৃবি ক্যাম্পাসে নেমে এসেছে গভীর শোক। সহপাঠী, বন্ধু ও শিক্ষকরা শোক প্রকাশ করেছেন।
কপিরাইট © ২০২৫ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত