প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৫
সালমান শাহ স্মরণে গাইবেন আগুন
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সবাইকে বিস্মিত করে না ফেরার দেশে চলে যান নায়ক সালমান শাহ। মৃত্যুর এত বছর পরও দর্শক হৃদয়ে আজও বেঁচে আছেন ঢালিউডের হার্টথ্রব নায়ক সালমান শাহ্। তার স্মরণে তার অভিনীত গান আর সিনেমা দিয়ে সাজানো হয়েছে বৈশাখী টেলিভিশনের পর্দা। ৬ সেপ্টেম্বর, সকাল ৮টা ২০ মিনিটে ‘বৈশাখী সকালের গান’ অনুষ্ঠানে সালমান শাহ অভিনীত চলচ্চিত্রের কয়েকটি গান গাইবেন কণ্ঠশিল্পী আগুন।প্রচার হবে সালমান শাহ অভিনীত দুটি সিনেমা। সকাল ১০টায় রয়েছে সালমান শাহ, মৌসুমী, আনোয়ারা, রাজীব অভিনীত ‘অন্তরে অন্তরে’। দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে সালমান শাহ, শাহনাজ, শাবনূর,শাবানা, আলমগীর অভিনীত ‘সত্যের মৃত্যু নেই’। দুপুর ১টায় রয়েছে আসিন জাহানের উপস্থাপনায় শুধু সিনেমা গান।অনুষ্ঠানটি সাজানো হয়েছে সালমান শাহ অভিনীত চলচ্চিত্রের জনপ্রিয় কিছু গান দিয়ে। এর মধ্যে রয়েছে সালমান শাহ ও মৌসুমী অভিনীত তুমুল জনপ্রিয় চলচ্চিত্র কেয়ামত থেকে কেয়ামত, সালমান শাহ-শাবনূর অভিনীত তোমাকে চাই, স্বপ্নের পৃথিবী, স্বপ্নের ঠিকানা, স্বপ্নের নায়ক, বিক্ষোভ, এবং মহামিলন চলচ্চিত্র। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নিকোলাস হীরা।
কপিরাইট © ২০২৫ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত