প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৫
বরগুনায় দম্পতির রহস্যজনক মৃত্যু
বরগুনার সদর উপজেলার দক্ষিণ ইটবাড়িয়ায় নিজ বাড়ি থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গলাকাটা অবস্থায় আকলিমা আক্তার (২৭) ও ফাঁস দেওয়া অবস্থায় তার স্বামী স্বপন মোল্লার (৩২) মৃতদেহ উদ্ধার করে।পুলিশ জানায়, আকলিমার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং স্বপনের মরদেহ ঝুলন্ত অবস্থায় ছিল। প্রাথমিক সুরতহাল শেষে দুটি লাশ মর্গে পাঠানো হয়েছে।স্থানীয় স্বজনরা জানান, স্বপন মোল্লা নিয়মিত আয় না করায় স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। তারা ধারণা করছেন, সেই বিরোধ থেকেই এ মর্মান্তিক ঘটনার সূত্রপাত হতে পারে।
বরগুনা সদর থানার ওসি (তদন্ত) ইউনুস আলী ফরাজি বলেন, "মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। পুলিশের একাধিক টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে।"
কপিরাইট © ২০২৫ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত