প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৫
বালু উত্তোলনে ব্যবহৃত দুই ড্রেজার মেশিন ধ্বংস, জরিমানা ১ লাখ টাকা
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত দুইটি দেশীয় ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের ভাদুয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা আফসানা।অভিযান সূত্রে জানা গেছে, ফসলি জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে ইউএনও আফরোজা আফসানা সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে অভিযান চালান। এ সময় অভিযুক্ত মো. উজ্জ্বল সরকার ও মো. আনিসুর রহমানকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।ইউএনও আফরোজা আফসানা বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ কাজে যারা জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, তাদের আইনের আওতায় আনা হবে।”
কপিরাইট © ২০২৫ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত