প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৫
আজিজুল হক কলেজে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠান
সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবীকুল শিরোমণি হযরত মুহাম্মদ (সা.) এর শুভাগমন উপলক্ষে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৭ হিজরি, ২০২৫ খ্রি: উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার ৮ই সেপ্টেম্বর কলেজ অডিটরিয়ামে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শওকত আলম মীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল ওয়াহেদ সরকার এবং শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব টিপু সুলতান।প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আরবি ও ইসলামি শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মুনিরুজ্জামান। বিশেষ আলোচক ছিলেন একই বিভাগের প্রভাষক জনাব মোঃ ওয়ালী উল্লাহ।আলোচনা সভায় সভাপতিত্ব করেন আরবি ও ইসলামি শিক্ষা বিভাগের প্রধান ও ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর কে. এম. কায়ছুল বারী।বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবকল্যাণে তাঁর অবদান ও আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। পরে কোরআন তেলাওয়াত, হামদ-নাত, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৫ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত