প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৫
নেত্রকোনার দুর্গাপুরে দুই বিএনপি নেতা বহিষ্কার
নেত্রকোনার দুর্গাপুরে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড ও অসাধু উপায়ের সাথে জড়িত থাকায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ২ বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে।বুধবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুঁইয়া ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৭নং গাওকান্দীয়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোঃ আনিছুর রহমান ( বুরুজ)কে দলের প্রাথমিক সদস্য পথ সহ সকল পর্যায় থেকে বহিষ্কার করেন।অপরদিকে গাওকান্দীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল আহাদ ও সাধারণ সম্পাদক ফারুক হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গাওকান্দীয়া ইউনিয়ন বিএনপির ৩নং ওয়ার্ডের সভাপতি উজ্জ্বল সরকার কে প্রাথমিক সদস্য পথ এবং সকল পর্যায়ে থেকে বহিষ্কার করেন। সেইসঙ্গে সকল নেতৃবৃন্দকে তাদের সাথে কোন রকম সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন তারা।এ বিষয়ে দুর্গাপুর উপজেলা গাওকান্দীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হাসান সাংবাদিকদের জানান, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড ও অসৎ উপায়ে সাথে জড়িত থাকায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুর্গাপুর ২ বিএনপির নেতাকে আমরা বহিষ্কার করেছি। সেই সাথে সকল নেতৃবৃন্দকে তাদের সাথে সাংগঠনিকভাবে যোগাযোগ না রাখার নির্দেশনা প্রদান করেছি।উল্লেখ্য, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বালু উত্তোলন ব্যবহৃত দুই ড্রেজার মেশিন ধংস এবং ১ লক্ষ্য টাকা জরিমানা করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা সেনাবাহিনী ও পুলিশ নিয়ে এই অভিযান চালান।
কপিরাইট © ২০২৫ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত