প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৫
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মিরসরাইয়ের যুবক নিহত
দক্ষিণ আফ্রিকার মেফ্লাউরের পুবালাঙ্গা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন এক বাংলাদেশি প্রবাসী। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।নিহত প্রবাসীর নাম জহির উদ্দিন (৪২)। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামের নুর আহম্মদের ছেলে।পারিবারিক সূত্র জানায়, জীবিকার তাগিদে ২০০৯ সালে জহির উদ্দিন দক্ষিণ আফ্রিকায় যান। শুরুতে নানা কষ্টের পর তিনি পুবালাঙ্গা এলাকায় একটি দোকান চালু করে ব্যবসা শুরু করেন। দীর্ঘ ১৬ বছর তিনি দেশে ফেরেননি।
জহিরের বড় ভাই রেজাউল করিম জানান, ভোরে পরিবারের কাছে খবর আসে সন্ত্রাসীরা দোকানে গুলি চালিয়ে জহিরকে হত্যা করেছে। বর্তমানে মরদেহ স্থানীয় মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন হওয়ার পর লাশ দেশে আনা হবে।
কপিরাইট © ২০২৫ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত