প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৫
এশিয়া কাপে আমিরাতের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ
এশিয়া কাপে আজ বুধবার মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত তুলনামূলক দুর্বল দল হলেও টুর্নামেন্টের শুরুটা দারুণভাবে করতে চায় রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। তাই আজকের ম্যাচে কেমন হবে ভারতের একাদশ—তা নিয়ে সমর্থক ও বিশ্লেষকদের মধ্যে চলছে নানা আলোচনা।ভারতের কোচ গৌতম গম্ভীর সাধারণত বিশেষায়িত ব্যাটার বা বোলারের চেয়ে অলরাউন্ডারদের দলে রাখতে বেশি আগ্রহী। সে কারণে সঞ্জু স্যামসন ও রিঙ্কু সিংকে নিয়ে সংশয় আছে।
সম্ভাব্য একাদশে থাকতে পারেন— অভিষেক শর্মা, সহ-অধিনায়ক শুবমান গিল, তিলক ভার্মা, সুর্যকুমার যাদব (অধিনায়ক), উইকেটরক্ষক জিতেশ শর্মা, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, জাসপ্রীত বুমরাহ ও স্পিনার বরুণ চক্রবর্তী।
কপিরাইট © ২০২৫ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত