প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৫
২০০২-এর পর ব্রাজিলের সবচেয়ে বাজে বাছাইপর্ব
বলিভিয়ার বিপক্ষে হার দিয়ে শেষ হলো ব্রাজিলের বিশ্বকাপ বাছাই মিশন। যদিও কানাডা–মেক্সিকো–যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপে জায়গা পেয়ে গেছে, তবে এবারের পথচলাটা ইতিহাসের অন্যতম ব্যর্থ অধ্যায় হিসেবে থেকে যাবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য।সকালে বলিভিয়ার মাঠে ১-০ গোলে হেরে ব্রাজিল থামল ১৮ ম্যাচে মাত্র ২৮ পয়েন্টে। সাফল্যের হার দাঁড়িয়েছে মাত্র ৫১ শতাংশে। দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে দলটি শেষ করেছে পঞ্চম স্থানে। নিয়ম যদি ৩২ দলের হতো, তবে ব্রাজিলকে পড়তে হতো প্লে-অফে। তবে ৪৮ দলের নতুন ফরম্যাটে শীর্ষ ছয় দল সরাসরি সুযোগ পাচ্ছে, ফলে ব্রাজিলও খেলবে মূল আসরে।শীর্ষে থাকা আর্জেন্টিনা (৩৮ পয়েন্ট) ছাড়াও ইকুয়েডর (২৯), কলম্বিয়া (২৮) ও উরুগুয়ে (২৮)-এর নিচে অবস্থান ব্রাজিলের। গোল ব্যবধানে পিছিয়ে পড়ায় সেলেসাওদের জায়গা হয়েছে পঞ্চমে।এই যাত্রায় ব্রাজিলের সাইডলাইনে ছিলেন তিনজন কোচ—ফার্নান্দো দিনিজ, দরিভাল জুনিয়র ও কার্লো আনচেলত্তি। আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে হার যেমন ছিল ইতিহাসের অন্যতম লজ্জাজনক ফল, তেমনি মারাকানায় আর্জেন্টিনার কাছে প্রথমবার হারের তিক্ত স্মৃতিও যুক্ত হয়েছে এবার।১৯৯৬ সালে চালু হওয়া হোম–অ্যান্ড–অ্যাওয়ে ফরম্যাটে এবারই প্রথম ব্রাজিল ৩০ পয়েন্টের নিচে থামল। এর আগে সবচেয়ে খারাপ পারফরম্যান্স ছিল ২০০২ বিশ্বকাপের আগে। যদিও সেই ব্যর্থতার পর মূল আসরে শিরোপা জিতেছিল সেলেসাওরা।
হারের পরও আশাবাদী ব্রাজিল কোচ আনচেলত্তি বলেন, "এখানে খেলা সবসময় কঠিন। খেলোয়াড়রা সর্বোচ্চ চেষ্টা করেছে। আমি বিশ্বাস করি, বিশ্বকাপে আমরা প্রতিটি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করব এবং ভালো ফল আনব।"
কপিরাইট © ২০২৫ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত