প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৫
এশিয়া কাপে বাংলাদেশকে আত্মবিশ্বাসী দেখছেন আমিনুল
এশিয়া কাপের ফাইনালে তিনবার খেলার পরও শিরোপা ছুঁতে পারেনি বাংলাদেশ। তবে এবার দলটি সেই প্রত্যাশা পূরণের চেষ্টা করবে। সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়ার আগে লিটন দাস ও জাকের আলি অনিক শিরোপা জয়ের প্রত্যাশা ব্যক্ত করেছেন।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, “আমরা এই দলকে অনেক দূর যেতে দেখছি। এই ফরম্যাটে ভবিষ্যদ্বাণী করা কঠিন, তবে আমার দল নিয়ে আত্মবিশ্বাস আছে।”তিনি আরও যোগ করেন, এশিয়া কাপে পার্থক্য গড়ে দিতে পারে রানিং বিটুইন দ্য উইকেট ও ফিল্ডিং। আমিনুল বলেন, “যদি আমরা রানিংয়ে ১৫ রান এবং ফিল্ডিংয়ে ১০ রান বাড়াতে পারি, তাহলে ম্যাচের ফলও নির্ধারিত হবে। এই ফরম্যাটে এটাই গুরুত্বপূর্ণ।”
বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়িয়েছে সম্প্রতি টি-টোয়েন্টি সিরিজে হ্যাটট্রিক জয়। আগামীকাল হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে বাংলাদেশ এশিয়া কাপে যাত্রা শুরু করবে।
কপিরাইট © ২০২৫ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত