প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৫
বাগেরহাটের ঐতিহ্যবাহী বাধাল বাজারে জমে উঠেছে আমন ধানের চারার হাট
দূর দুরান্ত থেকে ছুটে আসা চাষী এবং স্থানীয় ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে জমে উঠেছে বাগেরহাট জেলার ঐতিহ্যবাহী বাধাল বাজারের আমন ধানের চারার হাট। রবিবার এবং বৃহস্পতিবার সপ্তাহে এ দুই দিন নির্ধারিত হাটের দিন হলেও এ ধানের চারার হাটে একদিন পূর্বেই ক্রয় বিক্রয় শুরু হয় । প্রায় আধা কিলোমিটার জুড়ে এই ধানের চারার হাটে প্রতি হাটে প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকার ধানের চারা বিক্রি হয়। এ মৌসুমে প্রায় ৫০ থেকে ৬০ লক্ষ টাকার ধানের চারা বিক্রি হবে বলে আশা করছেন বাধাল বাজার মালিক সমিতি । যোগাযোগ ব্যবস্থা ভাল থাকায় এখানে ক্রেতা বিক্রেতার উপস্থিতি একটু বেশি। তবে এ বছর ধানের চারার দাম কম থাকায় হতাশাগ্রস্থ ধানের চারা উৎপাদনকারী চাষীরা।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত