প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৫
সাজেকে জীপ দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত
রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ভ্যালি থেকে ফেরার পথে জীপগাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে হাউজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও অন্তত ১২ শিক্ষার্থী গুরুতর আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।নিহত শিক্ষার্থীর নাম রুবিনা আফসানা পিংকি (ফিজিক্স ২১ ব্যাচ, খুলনা বিশ্ববিদ্যালয়)। তিনি ঘটনাস্থলেই মারা যান।আহতদের উদ্ধার করে দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সাজেক এলাকায় ফিটনেসবিহীন গাড়ি ও অদক্ষ চালকদের কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে।বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজানা বলেন, শিক্ষার্থীরা সেশনাল ট্যুরে সাজেক গিয়েছিলেন। ফেরার পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ পরিচালনা করেছে।
এদিকে সাজেক থানার ওসি কানন সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে সব আহতের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
কপিরাইট © ২০২৫ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত