প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৫
নোয়াখালী-২ আসনে আলোচনার কেন্দ্রবিন্দু প্রবাসী নেতা আব্দুল মান্নান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে ঘিরে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসন ইতিমধ্যেই সরগরম। ভোটাররা সৎ ও যোগ্য প্রার্থী প্রত্যাশা করছেন, আর তাঁদের সেই প্রত্যাশার কেন্দ্রে উঠে এসেছেন বিএনপি নেতা ও প্রবাসী ব্যবসায়ী আব্দুল মান্নান।স্থানীয় জরিপ, সভা-সমাবেশের জনসমাগম, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার প্রবলতা, সব কিছুতেই তিনি এগিয়ে আছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।এই আসনে দীর্ঘদিন ধরে বিএনপির বর্ষীয়ান নেতা জয়নুল আবেদীন ফারুক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী মফিজুর রহমান মনোনয়ন প্রত্যাশী হলেও তরুণ ও সাধারণ ভোটারদের বড় একটি অংশ এবার নতুন মুখ দেখতে আগ্রহী। তাদের সেই প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছেন সৎ ও নির্লোভ জীবনযাপনকারী প্রবাসী সমাজের আশা-ভরসা প্রবাসী নেতা আব্দুল মান্নান। দীর্ঘদিনের চেনা মুখ নয়, এবার নতুন নেতৃত্ব চায় ভোটাররা।দীর্ঘদিন সৌদি আরবে ব্যবসা করা আব্দুল মান্নান, স্থানীয় প্রবাসী অধ্যুষিত জনপদের মানুষের কাছে একজন পরিচিত নাম। সৌদি বিএনপির (পশ্চিম) যুগ্ম আহ্বায়ক ও যুবদলের সভাপতি হিসেবে তিনি প্রবাসে দলের জন্য কাজ করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রবাসে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন।হামলা-মামলায় জর্জরিত নেতাকর্মীদের পাশে দাঁড়ানো, এলাকায় উন্নয়নমূলক কাজে সহযোগিতা করা,মানুষের পাশে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন মান্নান। এসব কারণে তিনি ইতোমধ্যেই জনমানুষের আস্থা অর্জন করেছেন। এলাকার মানুষ মনে করছে, ব্যবসায়িক সচ্ছলতার কারণে সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি দুর্নীতিমুক্ত থেকে মানুষের জন্য কাজ করবেন।ভোটারদের প্রত্যাশা নোয়াখালী-২ আসনের একটি বড় অংশ অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান ও যুব সমাজের সম্ভাবনা নিয়ে ক্ষুব্ধ । তারা বিশ্বাস করেন, প্রবাসী অভিজ্ঞতা ও সততার কারণে আব্দুল মান্নান এসব সমস্যার কার্যকর সমাধান করতে সক্ষম হবেন।এলাকার ভোটাররা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে একই চেহারা দেখেছি। এবার একজন সৎ ও নতুন মানুষকে নিজেদের প্রতিনিধি হিসেবে চাই।”সর্বোপরি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ আসনের প্রতিযোগিতা যতই জমুক, একটি বিষয় স্পষ্ট,পরিবর্তন চান এখানকার ভোটাররা। আর সেই পরিবর্তনের প্রতীক হয়ে আব্দুল মান্নান ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।
কপিরাইট © ২০২৫ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত