প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৫
কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে ৬৫ বৎসরের বৃদ্ধের মৃত্যু
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে সচীন ওঝা (৬৫) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। আজশুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ১০০ শয্যাবিশিস্ট কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা তিনি যান।মৃত সচীন ওঝা উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ভাঙ্গারহাট গ্রামের গৌরাঙ্গ ওঝার ছেলে।নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার সকালে বাড়ির আশেপাশে ঝোপঝাড় পরিস্কার করছিলেন সচীন ওঝা। সেখানে ভিমরুলের চাক ছিল এটি তার জানা ছিল না। সকাল আনুমানিক ১০ টার দিকে কলা বাগান পরিস্কার করার সময় কিছু বোঝার আগেই ভিমরুলের দল তাকে আক্রমণ করে। এ সময় তিনি চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ভিমরুলের কামড়ে তার সারা শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে। তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় বিকাল ৪ টার দিকে সচীন ওঝা মারা যায়।কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবীর আহমেদ জামান জানান, আশংঙ্কাজনক অবস্থায় সচীন ওঝাকে সকাল ১১ টার দিকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। একদিকে বয়স্ক মানুষ অন্যদিকে সারা শরীর ভীমরুলের কামড়ের কারনে এলার্জিক রিয়েকশনে বিকেল ৪ টার দিকে মৃত্যু বরণ করেন।
কপিরাইট © ২০২৫ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত