প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৫
দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে প্রশাসনের কড়া নিরাপত্তা
ব্রাহ্মণবাড়িয়া-০৪ কসবা-আখাউড়ার জনগণের আস্থার সার্বিক আইনশৃঙ্খলা, সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে সক্রিয় ভূমিকা পালন করেন প্রশাসন। রাস্ট্রীয় নির্দেশনাসকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপন করার আহ্বান জানান।শান্তি-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় নেতৃবৃন্দকে সক্রিয় থাকার নির্দেশ দেন।পূজামণ্ডপে স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা ও পরিবেশবান্ধব ব্যবস্থার উপর গুরুত্বারোপ করেন।বিএনপি ও সহযোগী সংগঠনের ভূমিকা কসবা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং কমিটির সঙ্গে মতবিনিময় করেন।দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে এলাকাবাসীর পাশে থাকেন।প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। ৩নং ওয়ার্ডের মেম্বার রাশেদুল ইসলাম রাসেলের বক্তব্যবিনাউটি ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ রাশেদুল ইসলাম রাসেল শারদীয় দুর্গা পূজার পরিবেশ ও নিরাপত্তা বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন—"আলহাজ্ব কবির আহম্মেদ ভূইয়ার দিকনির্দেশনায় আমরা সর্বদা জনগণের পাশে আছি। পূজা মণ্ডপে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অশান্তি যাতে না ঘটে, সেদিকে আমরা সর্বোচ্চ সতর্ক।"তিনি আরও বলেন, "ধর্মীয় সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সহযোগিতা আমাদের শক্তি। মুসলিম-হিন্দুসহ সব সম্প্রদায়ের মিলিত প্রচেষ্টাতেই শান্তিপূর্ণভাবে দুর্গা পূজা উদযাপন সম্ভব হবে।"
কপিরাইট © ২০২৫ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত