প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৫
বগুড়ায় যুবদল নেতা রাহুল হত্যা : ডিবির অভিযানে মূল পরিকল্পনাকারী গ্রেফতার
বগুড়ায় যুবদল নেতা ও পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক রাহুল সরকার হত্যার মাত্র ১২ ঘণ্টার মধ্যে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার করেছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের রহস্যও উদঘাটন করেছে পুলিশ।পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বগুড়ার কাহালু থানার মালঞ্চা ইউনিয়নের মাগুড়া পশ্চিমপাড়া এলাকায় মাছ ধরাকে কেন্দ্র করে রাহুলকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ঘটনার পরপরই বগুড়া জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় আসামি শনাক্ত ও গ্রেফতারের জন্য ডিবির একটি চৌকস দল অভিযান শুরু করে।এরই ধারাবাহিকতায় ডিবির অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মো. রাকিব হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় একই দিন রাত ১১টা ৩০ মিনিটে শেরপুর উপজেলার গাড়িদহ এলাকায় অভিযান চালায়। এ সময় হত্যার মূল পরিকল্পনাকারী জামিল হোসেন (৪৫), পিতা-মৃত আব্দুল মজিদ, গ্রাম পাল্লাপাড়া, কাহালু, বগুড়া–কে গ্রেফতার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামিল জানায়, দীর্ঘদিন ধরে লিজকৃত পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে রাহুল ও তার চাচা সালামের সঙ্গে তার বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে রাহুল বরশি দিয়ে তার পুকুরে মাছ ধরতে গেলে জামিলসহ তার ১০-১২ জন সহযোগী বাধা দেয়। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে জামিল ও সহযোগীরা রাহুলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়।ডিবি জানায়, জামিলের বিরুদ্ধে পূর্বেও তিনটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। নতুন এই ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কপিরাইট © ২০২৫ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত