প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৫
কসবায় পুলিশের অভিযানে ২২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের বিশেষ অভিযানে ২২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে কসবা পৌরসভার আড়াইবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃত ব্যক্তির হেফাজত থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আইনগত প্রক্রিয়ায় মাদকদ্রব্য জব্দ করা হয়।গ্রেফতারকৃতের নাম মোঃ সুমন মিয়া (২৯)। তিনি কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের জাজিসার গ্রামের (উত্তরপাড়া, ৩নং ওয়ার্ড) বাসিন্দা। তার পিতা রুক্কু মিয়া ও মাতা আনোয়ারা বেগম। কসবা থানার পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। আটক আসামির বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।
কপিরাইট © ২০২৫ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত