প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৫
নাসিরনগরে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো শারদীয় দুর্গাপূজা উদযাপন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে। উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বুধবার (২ অক্টোবর) এ উৎসবের সমাপ্তি ঘটে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন পূজামণ্ডপ পরিদর্শন করে শারদীয় শুভেচ্ছা জানান। এ বছর উপজেলায় মোট ১৩৮ টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। সর্বত্র উৎসবমুখর পরিবেশ বিরাজ করলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা প্রশাসনের সহযোগিতা ও সার্বিক শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন।
কপিরাইট © ২০২৫ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত