প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৫
পাঁচবিবিতে মোটর শ্রমিকের নির্বাচনী পূর্ণাঙ্গ কমিটি গঠন অনুষ্ঠিত
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মোটর শ্রমিকদের নির্বাচনী পূর্ণাঙ্গ কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার। তিনি বলেন—শ্রমিক সমাজ দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। সংগঠিত শক্তি ও নৈতিক মূল্যবোধের ভিত্তিতে সমাজে ন্যায়ভিত্তিক পরিবর্তন আনা সম্ভব। তাই শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখতে হবে।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—উপজেলা ইউনিটের অন্যতম সদস্য ও সাবেক পৌর আমীর শফিকুল আলম কলম,পৌর জামায়াতের আমীর মোঃ আবুল বাশার।এছাড়া আরও বক্তব্য রাখেন— পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি ডাঃ মোঃ মোশারফ হোসেন ও পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মশিউর রহমান।বক্তারা বলেন,শ্রমিকদের সুষ্ঠু নেতৃত্ব ও নৈতিকতা ভিত্তিক সাংগঠনিক কার্যক্রমই সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠনের পথ প্রশস্ত করবে। শ্রমিকদের অধিকার রক্ষায় ইসলামী আদর্শই একমাত্র ভরসা। তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটি শ্রমিকদের কল্যাণ,অধিকার রক্ষা এবং দাড়িপাল্লা প্রতীকের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
কপিরাইট © ২০২৫ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত