প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৫
পাঁচবিবির পৌরসভার ৭নং ওয়ার্ড জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পৌর শাখার ৭নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গতকাল এশার নামাজের পর এক গুরুত্বপূর্ণ নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশের সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি জুয়েল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা মোঃ ফজলুর রহমান সাঈদ।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামী হচ্ছে আদর্শভিত্তিক একটি রাজনৈতিক দল, যার মূল লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। আমরা ক্ষমতার রাজনীতি করি না, করি আদর্শের রাজনীতি। জনগণের অধিকার, স্বাধীনতা ও মর্যাদা প্রতিষ্ঠাই আমাদের সংগ্রামের উদ্দেশ্য। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ন্যায় ও ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠায় আমাদের সহযোগিতা করুন। ইনশাআল্লাহ আমরা জনগণের দোয়া ও সমর্থন নিয়ে দেশের রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হব।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান মুক্তার, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য বিশিষ্ট আলেম মাওলানা আবুল বাশার, এবং পাঁচবিবি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম।এছাড়াও বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর মোঃ আবুল বাশার, পৌর সেক্রেটারী গোলাম রব্বানী, সহকারী সেক্রেটারী ডাঃ মোঃ মোশারফ হোসেন, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মশিউর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।বক্তারা তাঁদের বক্তব্যে বলেন—জনগণের বিশ্বাস ও ভালোবাসাই জামায়াতের প্রকৃত শক্তি। তাই প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীলতার সাথে মাঠে কাজ করতে হবে। ঘরে ঘরে গিয়ে দাড়িপাল্লার বার্তা পৌঁছে দিতে হবে, মানুষের হৃদয়ে ইসলামী রাজনীতির মূল্যবোধকে জাগ্রত করতে হবে। দোয়া, প্রচেষ্টা ও ঐক্যবদ্ধ প্রচারণার মাধ্যমে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে দাড়িপাল্লার বিজয় নিশ্চিত করা সম্ভব হবে।
কপিরাইট © ২০২৫ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত