প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৫
কুয়াকাটায় অভিনব পদ্ধতিতে কসমেটিক্স দোকান থেকে টাকা চুরি
পটুয়াখালীর কুয়াকাটায় কৌশলে কসমেটিক্স দোকান থেকে টাকা চুরির একটি ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৪টা ৫২ মিনিটে কুয়াকাটার রাখাইন পল্লী রোড সড়কে অবস্থিত ‘রংধনু কসমেটিক্স’ দোকানে এ ঘটনা ঘটে।দোকান সূত্রে জানা গেছে, এক ব্যক্তি দোকানে এসে ১৪০ টাকার একটি তেল কেনেন। তিনি দোকানদারকে বলেন, তিনি ১ হাজার ৪০ টাকা দিচ্ছেন এবং দোকানদার যেন তাকে ৯০০ টাকা ফেরত দেন। দোকানদার কথামতো ৯০০ টাকা ফেরত দেন। কিন্তু ওই ব্যক্তি পূর্ণ ১ হাজার ৪০ টাকা না দিয়ে কেবল ৪০ টাকা দিয়ে ৯০০ টাকা নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। ঘটনার পর দোকানদার বুঝতে পারেন তিনি ১হাজার টাকার প্রতারণার শিকার হয়েছেন। চোরচক্রটি পরিকল্পিতভাবে মানুষের অসতর্কতার সুযোগ নিয়ে এ ধরনের প্রতারণা করছে বলে বলে জানা গেছে।প্রতারককে শনাক্ত করার একটি সহজ উপায়ও জানা গেছে। দোকানদারদের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তির একটি চোখ অন্ধ, যা দেখে সহজেই তাকে চেনা সম্ভব।স্থানীয় ব্যবসায়ীরা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দোকানদারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দ্রুত প্রতারককে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
কপিরাইট © ২০২৫ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত