প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৫
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া — অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় গৌরবের শিখরে
বাংলাদেশের উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী ও গৌরবময় শিক্ষা প্রতিষ্ঠান সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া আবারও প্রমাণ করেছে— মানসম্মত শিক্ষা, নিবেদিত শিক্ষক, পরিশ্রমী শিক্ষার্থী এবং সুশৃঙ্খল পরিবেশ মিলেই গড়ে ওঠে শ্রেষ্ঠত্বের ইতিহাস।রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ২০২৫-এ কলেজটি অর্জন করেছে এক অভূতপূর্ব সাফল্য।এ বছর কলেজ থেকে ১,৪৭৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, এর মধ্যে ১,৪৭২ জন উত্তীর্ণ হয়ে পাশের হার দাঁড়িয়েছে ৯৯.৭৩ শতাংশ। তন্মধ্যে ৯৯২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে, যা শুধু রাজশাহী বোর্ড নয়, সারাদেশে এক উজ্জ্বল দৃষ্টান্ত।বিভাগভিত্তিক সাফল্যবিজ্ঞান বিভাগে: ৭৯৪ জন পাশ করেছে, এর মধ্যে ৭৪৬ জন জিপিএ-৫ পেয়েছে।মানবিক বিভাগে: ৩৪৫ জন পাশ করেছে, জিপিএ-৫ পেয়েছে ১৭৮ জন।ব্যবসায় শিক্ষা বিভাগে: ৩৩৩ জন পাশ করেছে, জিপিএ-৫ পেয়েছে ৬৮ জন।বছরের পর বছর ধরে সরকারি আজিজুল হক কলেজ উত্তরবঙ্গসহ সমগ্র বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে এক উজ্জ্বল নাম। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে হাজারো প্রাক্তন শিক্ষার্থী শিক্ষা, গবেষণা, প্রশাসন ও বিভিন্ন পেশায় কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন।এই ধারাবাহিক সাফল্য আজিজুল হক কলেজকে শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং “জ্ঞান ও মানবতার বাতিঘর” হিসেবে প্রতিষ্ঠিত করেছে।শিক্ষাবিদদের ভাষায়—> “আজিজুল হক কলেজ বাংলাদেশের মধ্যম ও উত্তরাঞ্চলের উচ্চশিক্ষার প্রাণকেন্দ্র। তাদের সাফল্য দেশের শিক্ষা উন্নয়নের মানচিত্রে নতুন প্রেরণা যোগাবে।”বরাবরের মতোই গৌরবের নাম ধরে রেখে সরকারি আজিজুল হক কলেজ আবারও প্রমাণ করলো—“যেখানে জ্ঞান ও সততা মিলে যায়, সেখানেই সৃষ্টি হয় শ্রেষ্ঠত্ব।”এই ফলাফল কেবল একটি কলেজের নয়, এটি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার এক অনুপ্রেরণামূলক অধ্যায়।
কপিরাইট © ২০২৫ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত