প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৫
কসবায় ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সিটিএল ফুটবল একাদশ জয়ী
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অনুষ্ঠিত আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল ম্যাচ। বুধবার বিকেলে কসবা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত এই রুদ্ধশ্বাস খেলায় টাইব্রেকারে ৫–৪ গোলে জয় ছিনিয়ে নেয় অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সিটিএল ফুটবল একাদশ। টানটান উত্তেজনায় ভরা ম্যাচে প্রতিপক্ষ ছিল মনিয়ন্দ ইয়াসিন সরকার ফুটবল একাদশ। শুরু থেকেই মাঠজুড়ে চলেছে আক্রমণ–পাল্টা আক্রমণ। গোলের সুযোগ সৃষ্টি হলেও নির্ধারিত সময়ে কোনো দলই বল জালে পাঠাতে পারেনি। ফলে নির্ধারিত সময় শেষে খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে সিটিএল ফুটবল একাদশের খেলোয়াড়রা অসাধারণ নিখুঁত দক্ষতায় একে একে পাঁচটি গোল করেন। অন্যদিকে মনিয়ন্দ ইয়াসিন সরকার একাদশ চারটি গোল করেই থেমে যায়। শেষ শটেই জয় নিশ্চিত হতেই মাঠজুড়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে খেলোয়াড় ও সমর্থকরা। মাঠের প্রতিটি কোণে তখন শুধু এক স্লোগান—“সিটিএল চ্যাম্পিয়ন এই ফাইনাল ম্যাচ ঘিরে কসবা সরকারি উচ্চবিদ্যালয় মাঠ ও আশপাশের এলাকা রূপ নেয় উৎসব প্রাঙ্গণে। তেতৈয়া ও ফুলতলী গ্রামের তরুণদের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী এই টুর্নামেন্ট দেখতে কেবল ওই দুই গ্রামের নয়, আশপাশের গ্রাম থেকেও বিপুল সংখ্যক মানুষ মাঠে উপস্থিত হয়। নারী–পুরুষ, শিশু–কিশোর থেকে শুরু করে প্রবীণ পর্যন্ত—সবাই মেতে ওঠে এক অনন্য ফুটবল উৎসবে। বাঁশি, ঢোল, করতালি আর দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ। কেউ কেউ হাতে দলীয় পতাকা ও ব্যানার নিয়ে খেলোয়াড়দের উজ্জীবিত করেন। মাঠের প্রাণবন্ত পরিবেশে খেলোয়াড়দের প্রতিটি পাস, প্রতিটি সেভ আর প্রতিটি গোলের প্রচেষ্টায় মিশে ছিল দর্শকদের উচ্ছ্বাস ও আবেগ। খেলা শেষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী ও পরাজিত দুই দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক শাহিদুল খাঁর সঞ্চালনায়, খেলা পরিচালনা কমিটির সভাপতি ওসমান হারুনুর রশিদ শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া–৪ (কসবা–আখাউড়া) নির্বাচনী এলাকার জনপ্রিয় নেতা আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মো. ফখর উদ্দিন খান, সাধারণ সম্পাদক মো. শরীফুল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, কসবা পৌর বিএনপির সভাপতি মো. শরীফুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. আইয়ুব খানসহ দলের অন্যান্য নেতাকর্মীরা। ম্যাচ শেষে আয়োজকদের পক্ষ থেকে বিজয়ী ও পরাজিত উভয় দলের খেলোয়াড়দের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, শিক্ষক–শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজকেরা বলেন, এমন আয়োজন শুধু একটি খেলাধুলার প্রতিযোগিতা নয়, এটি একটি সামাজিক আন্দোলন। তারা জানান, তরুণ প্রজন্ম যেন প্রযুক্তিনির্ভরতা ও মাদক থেকে দূরে থাকে—সে লক্ষ্যেই প্রতি বছর এ ধরনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলাধুলার মধ্য দিয়ে গড়ে ওঠে সামাজিক বন্ধন, বেড়ে ওঠে পারস্পরিক সম্প্রীতি এবং ফুটে ওঠে স্থানীয় প্রতিভা।টুর্নামেন্টের আয়োজকরা আরও বলেন, “এই ফুটবল আসর এখন কেবল কসবার নয়, আশপাশের এলাকার মানুষদেরও মিলনমেলায় পরিণত হয়েছে। প্রতি খেলায় দর্শকের অংশগ্রহণ আমাদের অনুপ্রেরণা দেয়। আগামী বছর আরও বড় আকারে আয়োজনের পরিকল্পনা রয়েছে।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত