প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৫
বগুড়ায় এনসিপির সভাস্থলে ককটেল হামলা, অল্পের জন্য রক্ষা সারজিস আলমের
বগুড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর এক সভাস্থলে ককটেল হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে জেলা পরিষদ ভবনের পাশে এ হামলা হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী বিভাগের উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের সভাপতিত্বে একটি সাংগঠনিক সভা চলাকালীন সময়ে সভাস্থলের বাইরে আকস্মিকভাবে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। তবে উপস্থিত পুলিশ সদস্যদের তৎপরতায় তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাশির গণমাধ্যমকে জানান,> "জেলা পরিষদ চত্বরের বাইরে থেকে দুটি হাতবোমা (ককটেল) ছোড়া হয়। বিস্ফোরিত না হওয়া একটি ককটেল ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং সংশ্লিষ্টদের শনাক্তের চেষ্টা চলছে।”এর আগে বিকেল পৌনে ৩টার দিকে আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন স্থানে এনসিপির একটি অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন সারজিস আলম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদীসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে সারজিস আলম বলেন,> “আমরা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার হীন চক্রান্তের অংশ হিসেবেই এটি দেখছি। অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসনকে সতর্ক থাকতে হবে এবং দোষীদের মুখোশ উন্মোচন করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।”এনসিপির নেতারা অভিযোগ করেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতেই এ ধরনের হামলা চালানো হচ্ছে। তারা এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।হামলার ঘটনার পর সভাস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কপিরাইট © ২০২৫ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত