প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৫
শিক্ষা ও মানবতার দীপ্ত সূর্য: সৈয়দ হারুন এমজেএফ – এক অনন্য অনুপ্রেরণার নাম
অন্ধকার যতই প্রগাঢ় হোক না কেন, যেমন নতুন সূর্য তার আলো ছড়িয়ে দেয়, তেমনি শিক্ষা ও মানবতার আকাশে উদিত হয়েছেন এক আলোকিত মানুষ, টপ স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমী ও সৈয়দ হারুন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা - Ln Sayed Harun MJF । তাঁর চিন্তা, কর্ম আর উদ্যোগ যেন এক প্রজন্মের অনুপ্রেরণার জ্যোতিষ্ক।সমাজের পিছিয়ে পড়া মানুষদের জীবন বদলে দিতে তিনি হাতে নিয়েছেন স্বপ্নভরা “লাখপতি প্রজেক্ট”, আর মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে প্রতিষ্ঠা করেছেন “গোল্ড মেডেল কার্যক্রম”। এই দুটি উদ্যোগই আজ অসংখ্য মানুষকে আত্মনির্ভরতা ও সাফল্যের পথে এগিয়ে দিয়েছে।তাঁর কর্মের মর্মে লুকিয়ে আছে নিঃস্বার্থ মানবতা, যার স্পর্শে বদলে যাচ্ছে সমাজের চিত্র। অনেকে বলেন, “যদি কখনও মানবতার গল্প লেখা হয়, সৈয়দ হারুনের নামটি সেখানে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”শিক্ষা বিস্তার, মানবকল্যাণ ও নেতৃত্বগুণে তিনি শুধু সেনবাগ নয়, পুরো নোয়াখালী জেলা জুড়েই এক অনন্য উদাহরণ।আজ তাঁর জন্ম তারিখে সর্বস্তরের মানুষের কণ্ঠে একটাই উচ্চারণ -“শুভ জন্ম দিন , Ln Sayed Harun MJF আপনি আমাদের গর্ব, আমাদের আলোর দিশারি।”তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অব্যাহত মানবসেবার যাত্রা কামনা করছে সমাজের প্রতিটি শ্রেণীর মানুষ।“মাটিকে ধারণ করে যেমন হিমালয় দাঁড়িয়ে থাকে, তেমনি শিক্ষা, মানবতা ও সাফল্যের সৌন্দর্য যেন সৈয়দ হারুনের হাতে হাত ধরে মানুষের স্মৃতিতে চিরভাস্বর হয়ে থাকে।”
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত