প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৫
বিএনপি ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে না রূপসায় আজিজুল বারী হেলাল
খুলনা জেলায় রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ২, ৩, ৪, ৫, ৬ নং ওয়ার্ড মহিলা দলের নির্বাচনী সভায় ২৫ অক্টোবর শনিবার সকালে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন,বিএনপি ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে না। বরং ধর্মীয় মূল্যবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী।ভোট জনগণের অধিকার।ধর্ম আমাদের আত্মার শান্তির জন্য, ভোটের জন্য নয়। যারা বলে অমুক মার্কায় ভোট দিলে বেহেশত মিলবে, তারা আল্লাহর দীনকে উপহাস করছে। তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, আমি আপনাদের এলাকার সন্তান। ২০০৭ সালে এক-এগারোর কারণে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন আপনারা। ২০১৮ সালে দিনের ভোট রাতে শেষ হয়েছে। এবার দেশের মানুষ আর সেই অপমান সইবে না। ফেব্রুয়ারির নির্বাচনে ইনশাআল্লাহ সুষ্ঠু নির্বাচন হবে। ধানের শীষে ভোট দিয়ে আপনাদের সন্তানকে সংসদে পাঠাবেন।আওয়ামী লীগের রাজনীতিকে মানুষের প্রতি নিপীড়ন ও অত্যাচারের রাজনীতি উল্লেখ করে তিনি বলেন, “গত ১৭ বছরে তারা জনগণকে শুধু কষ্ট দিয়েছে। এজন্য তারা রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে এক বছরের মধ্যেই এক কোটি বেকারের কর্মসংস্থান করবে। খুলনার শিল্পকারখানা বন্ধ হওয়া ও বেকারত্বের চিত্র তুলে ধরে হেলাল বলেন, “মানুষ কাজের অভাবে দিশেহারা। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের মর্যাদা রক্ষায় ফ্যামিলি কার্ড এবং কৃষি পরিবারগুলোতে কৃষি কার্ড চালু করা হবে, যার মালিক হবেন পরিবারের মা বা বোন।বিএনপি সরকারের সময় চালু হওয়া নারীর নিরাপত্তা ও শিক্ষাবান্ধব উদ্যোগের স্মরণ করিয়ে তিনি বলেন, “বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মেয়েদের বিনামূল্যে শিক্ষা বিএনপি-ই চালু করেছে। এবার ক্ষমতায় গেলে সেই ধারাবাহিকতা আরও জোরদার হবে। স্বাস্থ্যখাতে যুগান্তকারী পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, “প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্যসেবা ইউনিট এবং স্বাস্থ্য কার্ড চালু করা হবে।সভায় প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা মহিলা দলের সভাপতি তসলিমা খাতুন ছন্দা। সভাপতিত্ব করেন নার্গিস বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্যসচিব জাবেদ হোসেন মল্লিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত