প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৫
বেলকুচিতে বেকার যুবক ও নারীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জের বেলকুচিতে ২০২৫-২০২৬ অর্থবছরের উপজেলা পরিষদের রাজস্ব উন্নয়ন তহবিলের আওতায় বেকার যুবক ও যুব নারীদের জন্য “ড্রাইভিং, দর্জি ও কম্পিউটার প্রশিক্ষণ” কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় বেলকুচি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনাড়ম্বর আয়োজনে প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আফরিন জাহান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হুমায়ুন কবির, সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল); জনাবা ইসরাত জাহান, সহকারী কমিশনার (ভূমি), বেলকুচি; এবং জনাব মোঃ শহিদুল ইসলাম, অফিসার ইন-চার্জ, বেলকুচি থানা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ জহুরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, বেলকুচি।সঞ্চালনায় ছিলেন জনাব দেবাশীষ কুমার ঘোষ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, বেলকুচি।অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, বর্তমান সরকার যুব সমাজকে স্বনির্ভর ও কর্মমুখী করে তুলতে দেশে বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। এই প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবক ও নারীরা আত্মনির্ভরশীল হয়ে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবেন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।আয়োজনে: উপজেলা প্রশাসন, বেলকুচি, সিরাজগঞ্জসহযোগিতায়: উপজেলা যুব উন্নয়ন অফিস ও উপজেলা মহিলা বিষয়ক অফিস, বেলকুচি, সিরাজগঞ্জ।
কপিরাইট © ২০২৫ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত