প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৫
শাজাহানপুরে তিন গরুর পেটে ছুরিকাঘাত গ্রামজুড়ে ক্ষোভ ও শোক
বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের নন্দকুল গ্রামে ঘটেছে হৃদয়বিদারক এক ঘটনা!বুধবার সন্ধ্যায় ভ্যানচালক আবু বক্করের গোয়াল ঘরে ঢুকে অজ্ঞাত দুর্বৃত্তরা তিনটি গরুর পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়!গরুর ছটফটানি শুনে ছুটে গিয়ে মালিক দেখেন— গরুগুলোর ভুঁড়ি ফেটে রক্তে ভেসে যাচ্ছে গোয়াল ঘর খবর পেয়ে প্রতিবেশীরা দৌড়ে আসেন এবং গরুগুলোকে জীবন্ত অবস্থায় জবাই করেন, যাতে তারা আর কষ্ট না পায়। এ ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী!তারা দ্রুত অপরাধীদের শনাক্ত ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
কপিরাইট © ২০২৫ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত