প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্যসহ দুই চোরাকারবারী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানকৃত মালামালসহ দুই চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর ২০২৫) রাত ১০টা ২৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশের একটি টিম এই অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালিত হয় শহরের মধ্যপাড়া এলাকায়, যেখানে পুলিশ সন্দেহভাজন একটি কাভার্ড ভ্যান আটক করে তল্লাশি চালায়। এ সময় গাড়ি থেকে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা বিপুল পরিমাণ পোশাক সামগ্রী উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে— ১,৫৯০ পিস ভারতীয় শাড়ি ১০৭ পিস ভারতীয় লেহেঙ্গা ৪২টি ভারতীয় শাল সব পণ্যই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশে আনা হয়েছিল। উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে পণ্যগুলো জব্দ করা হয়। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— মোঃ রাকিব (৩০), পিতা-মফিজুল ইসলাম, সাং-পশ্চিম জয়নগর, থানা-নড়াঘাতি, জেলা-নড়াইল। মোঃ কদর শেখ (২০), পিতা-হেলাল শেখ, সাং-কালিনগর, থানা-নড়াঘাতি, জেলা-নড়াইল। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, চোরাচালান প্রতিরোধে আমাদের নিয়মিত অভিযান চলছে। ভারতীয় অবৈধ পণ্য আমদানির সঙ্গে জড়িতদের আমরা কঠোরভাবে দমন করছি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
কপিরাইট © ২০২৫ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত