প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৫
কসবায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্বাস্থ্যবিধি না মানা, নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির অভিযোগে ৫টি রেস্টুরেন্টে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৯ নভেম্বর ২০২৫) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির, কসবা থানা পুলিশ এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অভিযান চলাকালে কসবা বাজার ও আশপাশের এলাকায় অবস্থিত বেশ কয়েকটি রেস্টুরেন্টে তদারকি করা হয়।পরিচ্ছন্নতা ও খাদ্য সংরক্ষণের মান যাচাই করে দেখা যায়, কিছু রেস্টুরেন্টে নোংরা রান্নাঘর, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও স্বাস্থ্যসম্মত মান রক্ষা না করার অভিযোগ পাওয়া যায়। এরই প্রেক্ষিতে খাদ্যদ্রব্য নিরাপত্তা আইন ২০১৩ অনুযায়ী ৫টি রেস্টুরেন্টের মালিককে মোট ৮০,০০০ (আশি হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম বলেন। মোঃ শরীফুল ইসলাম, কসবা।
কপিরাইট © ২০২৫ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত