প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৫
বাঞ্ছারামপুরে ৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে থানা পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ তিন নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর ২০২৫) রাত সাড়ে ৭টার দিকে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পৌরসভার আসাদনগর এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করে পুলিশ।পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, আছিয়া বেগম (৪০), পিতা-মৃত লালু মিয়া, স্বামী-ইব্রাহিম, সাং-পশ্চিম কান্দাপাড়া, রাঙ্গামাটিয়া, বাঞ্ছারামপুর। আকলিমা (৩০), পিতা-শামছুদ্দিন, স্বামী-মোজাম্মেল, সাং-উত্তর শাটিপাড়া, রাঙ্গামাটিয়া, বাঞ্ছারামপুর। শাহানাজ (২৮), পিতা-মৃত জামাল মিয়া, স্বামী-ফারুক মিয়া, সাং-বিলাসদি আল্লাহু চক্কর (মানিক মিয়ার বাড়ি), থানা-নরসিংদী সদর, জেলা-নরসিংদী।বাঞ্ছারামপুর থানার এক কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজন নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
কপিরাইট © ২০২৫ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত