প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৫
কসবা ডেভিল হান্ট’ অভিযানে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এর আওতায় কসবা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম-কে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর ২০২৫) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানার পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে পৌর এলাকার বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে সফিকুল ইসলামকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, “ডেভিল হান্ট” হচ্ছে সাম্প্রতিককালে শুরু হওয়া একটি বিশেষ অভিযান, যার লক্ষ্য এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও নাশকতামূলক কার্যক্রমে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা। এ অভিযান চলাকালে সফিকুল ইসলাম নামে ওই রাজনৈতিক নেতাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নাশকতা, মাদকসহ একাধিক অভিযোগের তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। একজন পুলিশ কর্মকর্তা জানান— “ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে আমরা রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সব অপরাধীকে আইনের আওতায় আনছি। কসবা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় এ অভিযান চলমান থাকবে। অন্যদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, সফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে কসবা পৌরসভা ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার গ্রেফতারের খবরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
কপিরাইট © ২০২৫ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত