প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৫
ধানের শীষের প্রার্থী কায়সার কামালের পক্ষে বিশাল মিছিল
নেত্রকোনা - ১ আসনে ধানের শীষ প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি‘র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয় আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় সকল নেতাকর্মীদের অংশগ্রহনের এ মিছিল অনুষ্ঠিত হয়।উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ জামাল উদ্দীন মাষ্টারের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিল পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন, উপজেলা ও পৌরবিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগন।এ সময় বক্তারা বলেন, নেত্রকোনা-১ আসনের মানুষ এখন ভোটের অপেক্ষায়। ইতোমধ্যে তারা তাদের মানবিক নেতাকে বেঁছে নিয়েছেন। ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে দলীয় নেতাকর্মী সহ জনগণের যে সাড়া দেখা যাচ্ছে, তাতে বিপুল ভোটে বিজয়ী হবে আমাদের মানবিক নেতা কায়সার কামাল।বক্তারা আরো বলেন, চলমান রাজনৈতিক পরিবেশ সত্ত্বেও বিএনপির প্রার্থী কায়সার কামাল কে ঘিরে দুর্গাপুর-কলমাকান্দা আসনে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। দলীয় নেতাকর্মী সহ কায়সার কামালের প্রতি গনমানুষের যে ভালবাসা তৈরী হয়েছে, আগামী ভোটেই তার প্রমান পাওয়া যাবে। শুধু তাই নয়, ইতোমধ্যে তিনি সাধারণ মানুষের কাছে, এমপি নির্বাচিত হলে কি কি কাজ করবেন তার ফিরিস্তি তুলে ধরেছেন। কথায় নয় কাজে বিশ^াসী, এই শ্লোগানে ব্যারিস্টার কায়সার কামাল দুর্গাপুর-কলমাকান্দার উন্নয়ন করে যাবেন বলে সাধারণ জনগনের তথা দলীয় নেতাকর্মীদের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন।
কপিরাইট © ২০২৫ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত