প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৫
কসবায় বিএনপি মনোনিত প্রার্থী আলহাজ্ব মুশফিকুর রহমানের পথসভা অনুষ্টিত
গতকাল শনিবার (১৫ নভেম্বর) বিকেলে কসবা পৌর মুক্তমঞ্চে লিফলেট বিতরণ ও পথসভায় অংশ নেন বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সিনিয়র সদস্য, সাবেক এমপি আলহাজ্ব মুশফিকুর রহমান। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি মুহাম্মদ ইলিয়াস। পথসভার প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে মুশফিকুর রহমান বলেন,“জনগণ জুলাই সনদের ৪০ পৃষ্ঠা কেউ পড়বে না। মানুষ এখন বাস্তব উন্নয়ন চায়, চায় পরিবর্তন। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে আমরা বিজয়ের জন্য মাঠে নেমেছি। তিনি আরও বলেন, বেকারমুক্ত আধুনিক কসবা-আখাউড়া গড়ে তোলাই আমাদের প্রতিশ্রুতি। পরিবর্তনের পক্ষে জনস্রোত তৈরি হয়েছে, ধানের শীষের প্রতি সাড়া প্রতিদিন আরও শক্তিশালী হচ্ছে। পথসভায় বিশেষ অতিথি ছিলেন, আখাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ মুসলিম উদ্দিন, কেন্দ্রীয় কৃষকদলের সাবেক সদস্য নাছির উদ্দিন হাজারী. জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, কসবা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইকলিল আজম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান হারুনুর রশিদ শাহীন, কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ আলী আশরাফ, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম বাচ্চু, সাবেক জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফরিদ উদ্দিন ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কসবা উপজেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান রুবেল।
কপিরাইট © ২০২৫ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত