প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৫
শেখ হাসিনার রায়ের খুশিতে বিস্কুট খাওয়ানোই কাল হলো কৃষকের
জুলাই–-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদ-ের রায় ঘোষণার পর সারা দেশে যখন মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, তখন নেত্রকোণার দুর্গাপুরে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। আদালতের রায়ে সন্তুষ্ট হয়ে স্থানীয় এক কৃষক বাজারে লোকজনকে বিস্কুট খাওয়ানোর জেরে রাতের আঁধারে তার দুই একর জমির কুমড়ো খেত নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে। সোমবার (১৭ নভেম্বর) গভীর রাতে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক কালা চাঁন মিয়া স্থানীয় বিএনপির কর্মী।কৃষক কালা চাঁন মিয়া জানান, ঋণ করে মৌসুমি কুমড়ো চাষ করেছিলেন তিনি। দুই একর জমি জুড়ে ছিল কয়েক হাজার কুমড়ো গাছের চারা। রাতের আঁধারে আওয়ামী লীগ সমর্থকরা অর্ধেকের বেশি চারা উপড়ে ফেলেছে বলে অভিযোগ করেন তিনি। এতে প্রায় দশ লাখ টাকার ক্ষতি হয়েছে ওই কৃষকের।তিনি বলেন, শেখ হাসিনার রায় ঘোষণার খুশিতে আমি বাজারের মাইনষেরে বিস্কুট খাওয়াইছি। এরপরেই আওয়ামী লীগ পরিবারের লোকজন মিন্টু, লালু, সাদ্দাম আর রুবেল এরা আমার কুমড়া ক্ষেত নষ্ট কইরা দিছে। আমি তারার হিছনে হিছনে তারার বাড়ি পর্যন্ত দৌড়াইছি। আমার তো সব শেষ করে হইয়া গেছে, অহন আমি কি ভাবে চলবাম। আমি এর বিচার আর আমার ক্ষতিপূরণ চাই।এলাকাবাসীরা জানান, রায় ঘোষণার পর কালা চাঁন মিয়া আব্বাসনগর বাজারে বিস্কুট খাওয়াইয়া ছিলেন। সন্ধ্যার পর সবাই নিজ নিজ বাড়িতে চলে যান। ওই বিষয়টি কয়েকজন আওয়ামী লীগ সমর্থক ভালোভাবে নেননি। রাজনৈতিক বিরোধ থেকেই কুমড়ো খেত নষ্টের ঘটনা ঘটানো হয়েছে বলে আমরা মনে করি। তারা দোষীদের বিচারের পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান। কালা চাঁন মিয়ার কুমড়ো খেত নষ্টের বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, এ বিষয়ে লিখিত ভাবে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কপিরাইট © ২০২৫ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত