প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৫
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এনামুল হক এনামের
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আশিয়া ইউনিয়নে মহিলাদের উদ্যোগে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়।মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ বিকেল ৩টার দিকে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে ইউনিয়নজুড়ে উপস্থিত হয় দলের নেত্রীবৃন্দ ও স্থানীয় নারী সমর্থকরা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব এনামুল হক এনাম।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম।বৈঠকের সভাপতিত্ব করেন ডেজি আক্তার, আশিয়া ইউনিয়ন মহিলা দল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনসাজেদা ইয়াসমিন রেখা, সহ-সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা দল ও সভাপতি, পটিয়া উপজেলা মহিলা দলশরীফ উদ্দিন চৌধুরী, সাবেক আহবায়ক, আশিয়া ইউনিয়ন বিএনপি,পটিয়া উপজেলা যুবদল সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, চট্টগ্রাম দক্ষিণ ছাত্রদলের এসএম নয়ন,সাবেক শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল নোমান লিটন, আশিয়া ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ন আহ্বায়ক জাবেদ চৌধুরী ডাক্তার নাসির সহ সংগঠনে অসংখ্য নেতৃবৃন্দ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুরশিদা আক্তার, আশিয়া ইউনিয়ন মহিলা দল।প্রধান অতিথি বলেনউঠান বৈঠকে প্রধান অতিথি আলহাজ্ব এনামুল হক এনাম বলেন,“আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপির ৩১ দফা কর্মসূচি শুধু একটি রাজনৈতিক ঘোষণাপত্র নয়—এটি জনগণের অধিকার, গণতন্ত্র ফিরিয়ে আনা এবং দেশকে সুশাসনের পথে এগিয়ে নেওয়ার অঙ্গীকার। এই লক্ষ্য পূরণে আমাদের সবাইকে আরও ঐক্যবদ্ধ হতে হবে।”তিনি আরও বলেন,“একটি কুচক্রী মহল নির্বাচনী পরিবেশ নষ্ট করতে নানা ধরনের ষড়যন্ত্র শুরু করেছে। তবে জনগণ এখন অনেক বেশি সচেতন। তারা জানে কারা গণতন্ত্রের পক্ষে আর কারা জনগণের অধিকার কেড়ে নিতে চায়। আগামী নির্বাচনে ভোটের মাধ্যমেই এদের অপচেষ্টার জবাব দেওয়া হবে।”এনামুল হক এনাম বলেন,“ধর্মের নামে বিভ্রান্তি সৃষ্টি করে যারা রাজনীতি করে, তাদের সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। ধর্ম মানুষকে শান্তি, ন্যায় ও সত্যের পথে চলার শিক্ষা দেয়; আর এ শিক্ষা কখনো বিভেদ সৃষ্টি করতে পারে না। তাই ভুল তথ্য ও গুজবে কান না দিয়ে সত্যের পাশে থাকতে হবে।”নারী নেত্রীদের উদ্দেশে তিনি বলেন,“আশিয়া ইউনিয়নের নারীরা আজ যেভাবে সংগঠিত হয়ে বিএনপির পাশে দাঁড়িয়েছেন, এটি আমাদের আন্দোলনকে আরও শক্তিশালী করেছে। নারীরাই পরিবর্তনের মূল চালিকাশক্তি। আপনাদের সক্রিয় ভূমিকা আমাদের বিজয়ের পথ সহজ করবে।”তিনি শেষে সবাইকে আহ্বান জানিয়ে বলেন,“ঘরে ঘরে বিএনপির ৩১ দফা পৌঁছে দিন, জনগণকে সচেতন করুন। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, আগামী নির্বাচনেই গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরে আসবে।
কপিরাইট © ২০২৫ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত