প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৫
পাঁচবিবির ধরঞ্জীতে শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত
পাঁচবিবির ধরঞ্জী ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ড জামায়াতে ইসলামীর অন্যতম সহযোগী সংগঠন শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে গতকাল ২০ নভেম্বর বৃহস্পতিবার বাদ মাগরীব এক গুরুত্বপূর্ণ নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সমাবেশের সভাপতিত্ব করেন ধরঞ্জী ইউনিয়ন শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোঃ আব্দুল মান্নান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর এবং জয়পুরহাট- এক আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা মোহাম্মদ ফজলুর রহমান সাঈদ।তিনি তাঁর বক্তব্যে বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় জনগণের কল্যাণ,ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা ও আল্লাহর সন্তুষ্টির জন্য রাজনীতি করে আসছে।একটি দেশের উন্নয়ন প্রকৃত অর্থে সম্ভব হয় তখনই, যখন সেই দেশের শ্রমজীবী মানুষের জীবনমান উন্নত হয়। শ্রমিকরা আমাদের অর্থনীতির মেরুদণ্ড—জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে তাদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করব ইনশাআল্লাহ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সভাপতি এ্যাডভোকেট মামুনুর রশিদ।পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমার,পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম,পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান মুক্তার ও শ্রমিক কল্যান ফেডারেশনের পাঁচবিবি উপজেলা শাখার সেক্রেটারী মোঃ আলতাফ হোসেন মাষ্ঠার।আরও বক্তব্য রাখেন ধরঞ্জী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাজেদুর রহমান সরকার সাজু,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পাঁচবিবি পশ্চিম সাংগঠনিক থানা শাখার সেক্রেটারী মোঃ হাসিব আহম্মেদ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মোঃ মাজেদুল ইসলাম,সাবেক ছাত্রনেতা ডাঃ মোঃ ফারুক হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত