প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৫
নেত্রকোনার পূর্বধলায় এলএসটিডি প্রকল্পে কৃষকদের মাঝে বীজধান ও সংরক্ষণ ড্রাম বিতরণ
নেত্রকোণার পূর্বধলায় স্থানীয় কৃষকদের মাঝে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত উফশী জাতের বীজধান ও সংরক্ষণ ড্রাম বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে ধলামূলগাঁও ইউনিয়নের বাদেবিন্না গ্রামে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে এবং ব্রি আঞ্চলিক কার্যালয় নেত্রকোণার বাস্তবায়নে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।‘প্রযুক্তি গ্রাম’ হিসেবে মনোনীত এলাকায় আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক কার্যক্রমেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নেত্রকোণার উপপরিচালক মো. আমিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ড. আনোয়ার হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক মকসুদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জোবায়ের ইসলাম এবং প্রকল্পের বিজ্ঞানী মো. খালিদ হাসান সৌরভ ও হুর-ই ফেরদৌসী তাজিন।বক্তারা বলেন, “খাদ্য নিরাপত্তা ও কৃষির টেকসই উন্নয়নে আধুনিক প্রযুক্তি নির্ভর চাষাবাদ অপরিহার্য। কৃষকদের বিজ্ঞানসম্মত পদ্ধতি গ্রহণে উৎসাহিত করতে হবে।”অনুষ্ঠানে শতাধিক কৃষক-কৃষাণীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত