প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫
ভাদসা ইউনিয়নে গৃহহীন ঊষা রানীর পাশে দাঁড়ালেন জামায়াতের এমপি প্রার্থী ফজলুর রহমান সাইদ
জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের পাইকর দাড়িয়া গ্রামে গৃহহীন ও অসহায় ঊষা রানীর জন্য নতুন ঘর নির্মাণ করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা মোঃ ফজলুর রহমান সাইদ। স্বামী ও সন্তানহীন ঊষা রানী দীর্ঘদিন ধরে একটি জরাজীর্ণ কুঁড়েঘরে বসবাস করছিলেন। বিষয়টি স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে জানতে পেরে তিনি এগিয়ে আসেন এবং ব্যক্তিগত ও সাংগঠনিক সহযোগিতায় তার জন্য নতুন ঘর নির্মাণের ব্যবস্থা করেন।নতুন ঘরটি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ভাদসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল বাতেন, ইউনিয়নের ৭নং ওয়ার্ড সভাপতি আমির খসরু হিরুক, যুবনেতা সোহেল রানা,আব্দুর রাজ্জাকসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও এলাকাবাসী।স্থানীয়রা জানান, বর্ষাকালে ঊষা রানীর কুঁড়েঘরে পানি ঢুকত, শীতকালে বাতাসে কাঁপতে হতো, আর গ্রীষ্মে প্রচণ্ড রোদে ঘরটি থাকার অযোগ্য হয়ে পড়ত। মানবিক সংকটের বিষয়টি নেতৃবৃন্দের নজরে এলে অত্যন্ত দ্রুততার সঙ্গেই ঘর তৈরী করে দেওয়া হয়।ঘর পেয়ে আবেগাপ্লুত ঊষা রানী জানান,
“আমার জীবনে কখনো ভাবিনি নতুন একটি ঘর পাব। আল্লাহ তাদের মঙ্গল করুন—তারা আমাকে নতুন করে বাঁচার শক্তি দিয়েছেন।এ ব্যাপারে এমপি প্রার্থী ফজলুর রহমান সাইদ বলেন,মানুষের সুখ-দুঃখের সঙ্গী হওয়া আমার দায়িত্ব। সমাজের যে কোনো অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এমন মানবিক কাজ অব্যাহত থাকবে।
এদিকে এলাকাবাসীর মধ্যে এ উদ্যোগের ব্যাপক প্রশংসা দেখা গেছে। তারা মনে করেন, রাজনীতি শুধু ক্ষমতায় যাওয়ার মাধ্যম নয়; মানুষের প্রকৃত কল্যাণে কাজ করাই একজন নেতার প্রধান দায়িত্ব—ফজলুর রহমান সাইদ সেই দায়িত্বই পালন করছেন।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত