প্রকাশের তারিখ : ১২ ডিসেম্বর ২০২৫
উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির উদ্যোগে শীতার্ত ও অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর চাকামইয়া মীরা বাড়ি সামনে এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি তানজিল মীর ও সাধারণ সম্পাদক নাঈম দফাদার এর নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে দুই শতাধিক দরিদ্র ও শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন, হাকিম মুসুল্লি, মহসিন কাজী, ইদ্রিস মীর, মহীবুল্লা মীর, নোমান হাওলাদার, কাওসার দিকদার, জাকারিয়া মীর, সজীব মীর, রুহুল আমিন ও হৃদয় সিকদার প্রমুখ।সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। তারা আরও বলেন, মানুষের মুখে হাসি ফুটানোই আমাদের কাজ। ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।স্থানীয়রা জানান, মানবিক সোসাইটির এই উদ্যোগে শীতের দিনে তাদের মনে আনন্দের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। মানবতার সেবায় নিবেদিত এই সংগঠনের কর্মকাণ্ড স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত