পটিয়ার বিনানিহারা এন আর বি প্লে জোন এর শুভ উদ্বোধন।গতকাল ১৩ ডিসেম্বর, শনিবার, সন্ধ্যা ৭টায়, পটিয়া উপজেলার ৬নং কুসুমপুরা ইউনিয়নের বিনানিহারা ৪নং ওয়ার্ডে নবনির্মিত আধুনিক ফুটবল ও ক্রিকেট টার্ফ - বিনানিহারা এন,আর,বি প্লে জোনের শুভ উদ্বোধন করা হয়েছে। উক্ত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব এনামুল হক এনাম।এসময় তিনি বলেন, আধুনিক নাগরিক জীবনে খেলাধুলার জায়গা দিন দিন কমে যাচ্ছে। এ অবস্থায় টার্ফ সংস্কৃতি তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলছে এবং মোবাইল-আসক্ত প্রজন্মকে মাঠমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজ আনন্দ পায় এবং সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। মানুষকে রাগ বা চাপ দিয়ে নয়, ভালোবাসা দিয়েই ভালো করা যায়। তিনি আরও বলেন -আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে ক্রীড়া খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি এলাকায় মাঠ সংরক্ষণ, আধুনিক টার্ফ ও ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে এবং তরুণদের জন্য নিয়মিত প্রশিক্ষণ ও টুর্নামেন্টের ব্যবস্থা করা হবে।পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও এন,আর,বি, প্লে জোনের উপদেষ্টা মঈনুল আলম ছোটনের সভাপতিত্বে, পটিয়া উপজেলা যুবদল নেতা মোহাম্মদ সোলাইমান ও মন্জুরুল ইসলাম সুজনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন এম,এস,সি, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মোহাম্মদ নাজমুল হক, আকিবুল হক আকিব, সাউথ আফ্রিকা প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ কামাল হোসেন, তরুন ব্যবসায়ী মোহাম্মদ এরশাদ, পটিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব ওয়াহিদুল আলম চৌধুরী পিবলু, পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহাবুবুল আলম পারভেজ, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এস এম নয়ন, শাহাদাত হোসেন, কুসুমপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মোমেন সও, কামরুল ইসলাম চুন্নু, আবুল হাশেম মুন্না, একরাম খাঁন, আইয়ুব আলী, আবদু ছাত্তার, মাহাবুল আলম, বাবুল আবছার, নাছির উদ্দীন, মোঃ কালু, নেজাম কোম্পানি, উপজেলা যুবদল মোহাম্মদ এরশাদ, গাজী দুলাল, জিকে তাহের, সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মাকসুদুল হক রিপন, ওসমান আহমেদ শান্ত, যুবদল নেতা আমজাদ উদ্দীন লিটন, মোঃ টিপু, সাইফুল ইসলাম, মোঃ রুবেল, জামাল উদ্দীন, নেজাম উদ্দীন, আইয়ুব খাঁন, স্বেচ্ছাসেবক দল আবদু শুক্কুর, মাহাবুল আলম, সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা আবছার উদ্দীন বাবু, ইমরান হোসেন জীবন, মনির উদ্দীন নয়ন, সুবেল সিকদার, মোঃ রিয়াদ, মোঃ রাকিব, ইমরান হোসেন বাবু, মিনহাজ, আরাফাত, জিকু, শাওন, শাফিন, সাকিব, রাকিব প্রমূখ।