প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫
রাজশাহীতে জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মহানগরীতে জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন।
রোববার (২১ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও রাজশাহী বিভাগীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামান কাদরী।
কর্মসূচিতে বক্তব্য রাখেন রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন রাজশাহী মহানগরের ছাত্রনেতা ফারদিন হাসান রঙ্গন, রাষ্ট্র সংস্কার নারী আন্দোলন রাজশাহী মহানগরের নারী নেত্রী সুফিয়া রওশন, বেলাল হোসেন এবং কেন্দ্রীয় আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ও রাজশাহী জেলা সভাপতি অ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা।
মানববন্ধনটি সঞ্চালনা করেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক ঈশিতা ইয়াসমিন।
বক্তারা বলেন, জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদি হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশের চলমান নৈরাজ্য, বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, সরকার যদি এই ধরনের অপরাধ দমনে ব্যর্থ হয়, তাহলে উদ্ভূত পরিস্থিতির দায় সরকারকেই বহন করতে হবে। দেশের চলমান সংকট মোকাবিলায় সকল জুলাই যোদ্ধাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত