প্রকাশের তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৫
পটিয়ায় ইলম ও ইশকে মাইজভান্ডারী মেধা বৃত্তি অনুষ্ঠিত
পটিয়ার হুলাইন ছালেহ নূর ডিগ্রী কলেজ মিলনায়তনে গত ২৫ ডিসেম্বর (বুধবার) অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘ইলম ও ইশকে মাইজভান্ডারী মেধা বৃত্তি-২৬’ এর অনুষ্ঠিত হয়েছে। শাহজাদী নারগিছ আকতার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানটি সূফী সাধকগণের স্মরণে এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে এক মিলনমেলায় পরিণত হয়।তরিকায়ে মাইজভান্ডারীর মহান প্রবর্তক, গাউসুল আজম হযরত মাওলানা শাহসুফি সৈয়্যদ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ক.) এবং ইমামুল আউলিয়া হযরত মাওলানা শাহসুফি সৈয়্যদ গোলামুর রহমান বাবা ভান্ডারী (ক.)-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই আয়োজন করা হয়। বিশেষ করে আকবর আউলিয়া হযরত হাফেজ ক্বারী মাওলানা শাহসুফি ইয়াকুব আলী শাহ আল-মাইজভান্ডারী (রহ.)-এর ৭২তম ওরস শরীফ উপলক্ষে এই মেধা বৃত্তির আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ও মোন্তাজেম হিসেবে উপস্থিত ছিলেন ইয়াকুব ভান্ডার দরবার শরীফের শাহজাদা রেজাউল করিম ইয়াকুবী (বড় মিয়া) এবং শাহজাদা নিজামুল করিম ইয়াকুবী। বক্তারা তাদের বক্তব্যে বলেন, "শিক্ষার্থীদের মাঝে কেবল পুথিগত বিদ্যা নয়, বরং আধ্যাত্মিক জ্ঞান বা 'ইলম' এবং সৃষ্টিকর্তার প্রতি প্রেম বা 'ইশক' এর সমন্বয় ঘটানোই এই বৃত্তির মূল লক্ষ্য। গাউসুল আজম মাইজভান্ডারীর দেখানো মানবতা ও প্রেমের পথ অনুসরণ করে একটি সুন্দর সমাজ গঠন সম্ভব।"অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অধ্যক্ষ আশরাফ আলম, মাস্টার কমরুদ্দীন, জনাব মহি উদ্দিন খান, মেম্বার আবদুর রশীদ এবং এস এম এনামুল হক।অনুষ্ঠান বাস্তবায়নে নিরলস পরিশ্রম করেন মোহাম্মদ জুয়েল, মঈন উদ্দিন মারুফ, নিশাদ, তপু, ইশতিয়াক, আশরাফ, আরফাত, মারুফ ও ইয়াসিনসহ অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত