প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫
পটিয়া কিন্ডারগার্ডেন স্কুল স্বন্য পদক মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন
চট্টগ্রামের পটিয়ায় বিপুল সংখ্যক পরীক্ষার্থীর অংশগ্রহণে পটিয়া কিন্টারগার্ডেন স্কুল স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ পটিয়া পৌর সদরের তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর শুক্রবার সকালে অনুষ্ঠিত হওয়া পরীক্ষায় মোট ২ হাজার৩ শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এসময় পরীক্ষা কেন্দ্রের প্রধান অতিথি হিসেবে পরিদর্শনে আসেন হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী আবুল বাশার সিআইপি, বিশেষ অতিথি হিসেবে পরিদর্শনে আসেন বিশিষ্ট সমাজসেবক হাজী কামাল উদ্দিন, বিশিষ্ট শিল্প উদ্যোক্তা আবু সালেহ মোঃ সাইফুদ্দিন।এসময় আরো উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক রকি আক্তার সাংবাদিক আব্দুল হাকিম রানা, সাংবাদিক সেলিম চৌধুরী, বৃত্তি পরীক্ষা উদযাপন পরিষদের সভাপতি মোঃ সেলিম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুল হক, কেন্দ্র সচিব মোছাঃ কানিজ এবং সহ কেন্দ্র সচিব তাসনোবা সুলতানা নিপুণ, শিক্ষিকা মারফা আক্তার হীরা, জান্নাতুল মাওয়া ঐশী, নুৎফুন্নেসা নাইমা, ইন্নাত সুলতানা সাদিয়া সহ দেশবরেণ্য শিক্ষাবিদ বিভিন্ন পেশাজীবী ব্যক্তি বর্গ থাকবেন বলে জানি জানিয়েছেন পরীক্ষা উদযাপন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম। এছাড়া মেধাবৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশের অবারিত সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তিনি সৃজনশীল যে কোন কাজে তার সহযোগিতার হস্ত প্রসারিত হবে বলে জানান।এছাড়া পরিদর্শক হাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, মেধাবিকাশে প্রতিযোগিতার কোন বিকল্প নেই, তিনি আয়োজকদের ধন্যবাদ জানান। শিল্প উদ্যোক্তা আবু সালেহ মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, মেধাবী বিকাশ ঘটানোর মাধ্যমে আমাদের সন্তানদের আগামী দিনের কন্যাধার হিসেবে গড়ে তুলতে হবে। সিআইপি হাজী আবুল বশর বলেন, বিশ্বময় আমাদের সন্তানদের প্রতিযোগিতায় টিকে থাকতে কম্পিউটার ও ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে। তিনি এ বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত