প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫
টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন জমা দিলেন ইঞ্জিনিয়ার লিয়াকত আলী
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) তিনি কালিহাতী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র গ্রহণ করেন।মনোনয়ন দাখিলকালে জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইঞ্জিনিয়ার লিয়াকত আলী বলেন, কালিহাতী উপজেলার সার্বিক উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। পাশাপাশি তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলে আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক এখলাস মণ্ডল, এলেঙ্গা পৌর জাতীয় পার্টির সভাপতি জুলহাস উদ্দিন, নারান্দিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি মনির হোসেন। এছাড়াও শহিদুল ইসলাম, সাবেক সভাপতি আজিজ তালুকদারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কালিহাতী উপজেলায় মনোনয়ন দাখিলকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎসাহ ও কর্মচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত