প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬
রানীশংকৈলের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ
ঠাকুরগাঁও শহরে বসবাসরত এক কিশোরী শিক্ষার্থীর আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যু ঘিরে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে হানাতুন নেছা কেয়া (১৫) নামের ওই শিক্ষার্থীকে নিজ কক্ষে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে জানা যায়, সে গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করেছে।নিহত কেয়া ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। তার বাড়ি রানীশংকৈল উপজেলার নেকমরদ গ্রামে হলেও পড়াশোনার সুবিধার্থে দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁও পৌর এলাকার হাজীপাড়ায় একটি মেসে অবস্থান করছিল।ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা দ্রুত বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন এবং প্রাথমিক সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেন।পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মৃত্যুর পেছনের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।এই মর্মান্তিক ঘটনায় বিদ্যালয়ের সহপাঠী, শিক্ষক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর শোক ও হতাশা বিরাজ করছে।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত