প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা-আখাউড়া আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।জেলা নির্বাচন কার্যালয়ে আয়োজিত এ যাচাই-বাছাই সভায় সভাপতিত্ব করেন জেলা রিটার্নিং অফিসার শারমিন আক্তার জাহান। সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের উপস্থিতিতে মনোনয়নপত্রগুলো পর্যালোচনা করা হয়।সভা শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এ আসনে মনোনয়ন দাখিলকারী প্রার্থীদের মধ্যে মুশফিকুর রহিম ও কবির আহমদ ভুইয়া—এই দুই প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিক যাচাইয়ে সঠিক পাওয়া গেছে।এতে করে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির মনোনয়ন ও বহুল প্রত্যাশিত ধানের শীষ প্রতীক কার ভাগ্যে যাবে—তা নিয়ে নেতাকর্মী ও ভোটারদের মধ্যে কৌতূহল ও আলোচনা তুঙ্গে উঠেছে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় মনোনয়ন যাচাই-বাছাইকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তৎপরতা ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত