প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬
বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
কায়েমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে উদ্যোগে দেশনেত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল ৪টায় জাজিসার মধ্যপাড়া মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ব্রাহ্মণবাড়িয়া–৪ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কায়েমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেছুর রহমান। প্রধান অতিথি হিসেবেউপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া। তিনি বলেন বেগম খালেদা জিয়া নারী শিক্ষা ও নারী অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি নারীদের ক্ষমতায়নের পথ সুগম করেছেন। দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করেন।তিনি আরও বলেন, কায়েমপুর ইউনিয়নের এলাকা একসময় একজন দানবতুল্য আইনমন্ত্রীর নিয়ন্ত্রণে থাকলেও তিনি নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন, কসবা পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. আয়ূম খান এবং কসবা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি বশির চৌধুরী, কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন কামালসহ কায়েমপুর ইউনিয়ন বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের—যুবদল, ছাত্রদল, কৃষকদল, মহিলা দল, উপজেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। দোয়া মাহফিলে এলাকার সাধারণ জনগণও ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত