নোয়াখালীর সেনবাগ উপজেলায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার ( ৫ অক্টোবর ) সকালে সেনবাগ উপজেলা ক্রীড়া সংস্থা ও কানকিরহাট কলেজের বিদ্যোৎসাহী সদস্য কামরুজ্জামানের উদ্যোগে দ্বিতীয় ধাপে উপজেলার মোট ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে (৪টি কলেজ, ৩টি স্কুল ও ১টি মাদরাসা) ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা ক্রীড়া সংস্থা ও কানকিরহাট কলেজের বিদ্যোৎসাহী সদস্য কামরুজ্জামান, সেনবাগ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও সেনবাগ উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: খুরশীদ আহাম্মদ বাবুল এবং ক্রীড়া সংস্থার সদস্য উপজেলা সমাজসেবা অফিসার মো: বোরহান উদ্দিন। উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিকট ক্রীড়া সামগ্রী হস্তান্তর করা হয়। এসময় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত থেকে ক্রীড়া সামগ্রী গ্রহণ করেন। ক্রীড়া সামগ্রী প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলোঃ ১. সেনবাগ কলেজ ২. কানকিরহাট ডিগ্রি কলেজ ৩. সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ ৪. লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজ ৫. রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় ৬. গাজীরহাট উচ্চ বিদ্যালয় ৭. জয়নগর উচ্চ বিদ্যালয় ৮. রাজারামপুর বশিরিয়া আলিম মাদরাসা উল্লেখ্য, ইতোপূর্বে কামরুজ্জামান ১ম ধাপে ১০টি সামাজিক সংগঠনকে ক্রীড়া সামগ্রী প্রদান করেছেন।