বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
চ্যানেল এ

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বায়েক ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকাল ৪টায় বায়েক ইউনিয়নের নয়নপুর বাজার মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার পক্ষ থেকে বায়েক ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বায়েক ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হাসানের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কবির আহমেদ ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে কবির আহমেদ ভূঁইয়া মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের সকল সদস্যের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া বিএনপিকে একটি সুসংগঠিত রাজনৈতিক শক্তিতে রূপ দিয়ে গেছেন। তাঁর ইন্তেকালে আজ পুরো দেশবাসী শোকাহত। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে কসবা-আখাউড়া উপজেলায় তিনি নেতাকর্মীদের নিয়ে আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় রয়েছেন এবং আগামীতেও সকলকে সঙ্গে নিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখরউদ্দিন খান, সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, কসবা পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আইয়ুম খান, উপজেলা সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন কামাল, মো. বশির চৌধুরীসহ উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও বায়েক ইউনিয়নের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন বায়েক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন এবং সঞ্চালনায় ছিলেন মো. শিমুল মিয়া।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বায়েক ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত